নবীনগরে নিয়মিত মাসিক আইন- শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীনগরে নিয়মিত আইন-শৃঙ্খলা মাসিক সভা অনুষ্টিত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ সোমবার উপজেলা পরিষদ কনফারেন্স রুমে নিয়মিত আইন শৃংখলা মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মাসিক সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর ফরহাদ শামীমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শংকর দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী সাহান, ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, শিউলি রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নাসির উদ্দিন, সহকারি কমিশনার ভূমি মাহমুদা জাহান, নবীনগর থানার ওসি তদন্ত সোহেল রানা ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বীর শামসুল আলম সরকার, দুপক সভাপতি আবু কামাল খন্দকার, পুজা উদযাপন কমিটির সভাপতি অজন্তকুমার ভদ্র, প্রেসক্লাব সভাপতি শ্যামা প্রসাদ চক্রবর্তী, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাউসার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন, ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উক্ত সভায় উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা সভার শুরুতেই সভায় সকল বক্তাগণই আইন শৃঙ্খলা বিষয় সন্তুষ্টি প্রকাশ করে বলেন আগামীতে যাতে আরো আইন-শৃঙ্খলার উন্নতি হয় সেদিকে সকলে যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্বক সহযোগিতা করতে হবে। মাদক উদ্ধার, মাদকের গডফাদারদের কে আইনের আওতায় নিয়ে আসার জন্য নবীনগর থানা পুলিশকে অনুরোধ জানানো হয়। সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সুশীল সমাজের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।অটু চালকদের শৃঙ্খলার ভিতরে নিয়ে আসার জন্য অনুরোধ করেন, মাদকের বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সকলেরই কাজ করতে হবে, আমরা চাই সকলে মিলে সুন্দর নবীনগর গড়তে। উপজেলা পরিষদ চেয়ারম্যান সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন ইউনিয়নের সকল বিষয়ে খোঁজখবর রাখবেন বর্তমানে মোবাইলে বিভিন্নভাবে মানুষকে হয়রানিও প্রতারণার শিকার হতে হয় এ বিষয়ে সকলেই সজাগ দৃষ্টি রাখবেন, এছাড়া তিনি সকলের উদ্দেশে মাননীয় প্রধানমন্ত্রী দেশকে যে উন্নয়নের দিকে নিয়ে যাচ্ছেন আমরা যারা তৃণমূলে আছি সবাই মিলে মাননীয় প্রধানমন্ত্রী ও সরকারের গৃহীত  উন্নয়ন কর্মকাণ্ডগুলো আমরা যারা তৃণমূল পর্যায়ে আছি তা সকলের নিকট পৌঁছে দিতে হবে, আমরা যদি সকলে মিলে সরকারকে সহযোগিতা করি তাহলে আমরা সকল বাধা বিপত্তি অতিক্রম করতে পারব। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য আমরা প্রশাসনের পক্ষ থেকে সর্বদা সচেষ্টা আছি, যেখানে যেকোনো সময় সমস্যা হবে অনিয়ম হবে আপনারা সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমি অবশ্যই তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব, অপরাধী যেই হোক কোন প্রকার ছাড় দেওয়া হবে না। আর মাদকের বিষয়ে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে কাজ করে যেতে হবে যেখানে তথ্য পাবেন আমাদেরকে সাথে সাথে জানাবেন, উপজেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন মিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। স্কুল কলেজের আশেপাশে ভখাটেরা ঘোরাফেরা করে সেদিকে আমাদের সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে, আমরা বাজার মূল্য নিয়ন্ত্রণ রাখতে কাজ করছি, করব যাতে কোন প্রকারের ভোক্তা অধিকার বিঘ্নিত না হয়। বাল্যবিবাহ, মাদক, ইভটিজিং  সকল বিষয়ে আমাদের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।