মাদক সেবনকারী এবং কারবারিদের কঠোর বার্তা দিলেন এসিল্যান্ড মাহমুদা জাহান

মলয়া ডেস্ক-
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে আজ ০৯/১০/২০২৩ তারিখ বিকেলে নবীনগর পশ্চিমপাড়া এলাকায় মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান। মোবাইল কোর্ট পরিচালনা করার সময়  মাদক সেবীদেরকে মাদক সেবন অবস্থায় পাওয়া যায়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ১। মাদকসেবী মেহেদীকে   ১০ মাসের কারাদণ্ড  ২। নাদিমকে  ০৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ। উল্লেখ্য যে,
 মেহেদী নামক ছেলেটি তার মা, স্ত্রীকে মাদকের টাকার জন্য নির্যাতন করতো এবং বাবাকে মেরে ফেলার হুমকিও দিয়েছে। বাসায় বসেও সর্বদা মাদক সেবন করত। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি সবসময় আছে। মাদক সেবন/ কারবারিদেরকে আইনের আওতায় আনতে আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করুন।