নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩ উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

মলয়া ডেস্ক-

অসমতার বিরুদ্ধে লড়াই করি দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি , দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলায় ১৩/১০/২০২৩ ইং শুক্রবার নানা কর্মসূচিতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৩। এ উপলক্ষে এক রেলি ও আলোচনা সভার আয়োজন করা হয়‌। উক্ত আলোচনা সভায় উপসহকারী প্রকৌশলী আব্দুল হাই এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তী, মডেল প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আবু কাওসার, প্রেসক্লাবে সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূইয়া মিনাজ। মহড়া প্রদর্শনী অনুষ্ঠানের নেতৃত্ব দেন নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার দেবব্রত। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ এর তত্ত্বাবধানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর পরিচালনায় অগ্নিনির্বাপক মহড়া অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে আগুন লাগলে ফায়ার এক্সটিংগুইশার দিয়ে কিভাবে আগুন নিভাতে হয় তা উপস্থিত সকলকে মহরার মাধ্যমে দেখানো হয়। তারপর গ্যাস সিলিন্ডার থেকে আগুন লাগলে কিভাবে নিবাতে হবে ও তেল জাতীয় পদার্থের মধ্যে আগুন লাগলে কিভাবে নিবাতে হবে এবং বাসা বাড়ি তে আগুন লাগলে কিভাবে নির্বাচন হবে তার মহড়া সকলের সামনে উপস্থাপন করা হয়। সহকারি কমিশনার (ভূমি( মাহমুদা জাহান বলেন বজ্রপাত এবং দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে বেশি করে তাল গাছ রোপণ করতে হবে। আমরা সবাই বেশি বেশি করে তাল গাছ রুপন করি আমাদের জন্মভূমিকে রক্ষা করি। জলবায়ু পরিবর্তন থেকে আমাদের দেশকে রক্ষা করতে হলে বেশি বেশি করে সবুজ বনায়ন ও বৃক্ষরোপণ করতে হবে। দুর্যোগ ব্যবস্থাপনার আগাম সতর্কবার্তা আমাদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক হারে প্রচার করতে হবে এর জন্য নবীনগর উপজেলা সকল কেবল অপারেটর ব্যবসায়ীদেরকে ফায়ার সার্ভিসের মোবাইল নাম্বার দেখানোর জন্য অনুরোধ করেন।