নবীনগরে মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও জঙ্গিবিরোধী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নবীনগরে মাদক, যৌতুক, বাল্যবিবাহ ও জঙ্গি বিরোধী সচেতনামূলক প্রশিক্ষণ অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ বুধবার স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই প্রতিপাদ্য নিয়ে উপজেলা কনফারেন্স রুমে যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে মাদক, বাল্যবিয়ে যৌতুক ও জঙ্গিবাদ বিরোধী সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবক মূলক কাজে যুবকদের ভূমিকা নিয়ে জনসচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আমির আলীর সভাপতিতে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় এনজিও হোপ এর নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের সভাপতি মোঃ আবু কাওছার, মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও কালের কন্ঠের উপজেলা প্রতিনিধি মোঃ মাজেদুল ইসলাম, মাদকমুক্ত নবীনগর চাই সংগঠনের উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, যুব সংগঠক মেহেদী হাসান, বিথী আক্তার সহ বিভিন্ন যুবসংগঠক এবং স্বেচ্ছাসেবীগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথির বক্তব্যে সহকারী কমিশনার (ভূমি) বলেন বর্তমান সময়ে আমাদের প্রত্যেকেই যার যার পরিবারের দিকে লক্ষ্য রাখতে হবে। পরিবারকে আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, আমাদের ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে কি করছে সেদিকে খেয়াল রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন ৪১ বাস্তবায়ন করতে হলে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বর্তমান যুব সমাজকে দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। সকলকেই উদ্যোক্তা হিসাবে গড়ে ওঠার জন্য সঠিক কাজটা করতে হবে। কোন কাজকে ছোট এবং অবহেলা না করে সকলকে নিজ নিজ কাজে দক্ষতার সাথে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।