ব্রাহ্মণবাড়িয়া ৫( নবীনগর )আসনে ১১ প্রার্থীর ৯ জন বৈধ দুইজন বাতিল
- December 3,2023
- 122 views
২৪৭ব্রাহ্মনবাড়িয়া-৫ (নবীনগর) এর মনোনয়ন যাচাই-বাছাই শেষে১১ জনের মধ্যে বৈধ প্রার্থী -৯ জন , ভোটার পার্সেন্ট এবং রিটার্ন দাখিল সঠিক না থাকার জন্য দুইজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
১ । বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল, বৈধ ।
২ । জাতীয় পার্টি মনোনীত প্রার্থী, মোঃ মোবারক হোসেন, বৈধ ।
৩। জাকের পার্টি মনোনীত প্রার্থী মোঃ জমশেদ মিয়া, বৈধ ।
৪ । বাংলাদেশ সুপ্রীম পার্টি মনোনীত প্রার্থী, জামাল সরকার, বৈধ ।
৫। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী, আখতার হোসেন সাঈদ, বৈধ ।
৬। স্বতন্ত্র প্রার্থী,একেএম মামিনুল হক সাঈদ, বৈধ ।
৭। ইসলামী ঐক্যজোট মনোনীত প্রার্থী,মোঃ মেহেদী হাসান, বৈধ ।
৮ । বাংলাদেশ তরিক্বত ফেডারেশন মনোনীত প্রার্থী, ছৈয়দ জাফরুল কুদ্দুছ, বৈধ ।
৯ । তৃনমূল বিএনপি মনোনীত প্রার্থী,মুফতি হাবিবুর রহমান বৈধ।
১০) স্বতন্ত্র প্রার্থী, মোস্তাক আহমেদ,১% ভোটার এর তথ্য সঠিক না থাকায়, ও ট্যাক্স রিটার্ন হিসাব বিবরনী সঠিক না থাকায় বাতিল।
১১) স্বতন্ত্র প্রার্থী, নজরুল ইসলাম ভূইয়া, ১% ভোটার তথ্য সঠিক না থাকায়, এবং রিটার্ন হিসাব বিবরণী সঠিক না থাকায় বাতিল।