নবীনগরে তিন জন অপরাধীকে ভ্রাম্যমাণ আদালতে তিন লক্ষ টাকা জরিমানা

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শনিবার ১০/০২/২৪ তারিখে বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। বিদ্যাকুট ইউনিয়নের ১নং ওয়ার্ডের বিদ্যাকুট গ্রামে খালের মাঝখানে সরু দেয়াল তুলে দুইপাড় ভরাট করার চেষ্টা করছিলেন নুর মিয়া বাবুর্চি, পিতা: শহিদ মিয়া বাবুর্চি।অপরাধ স্বীকার করায় তাকে পরিবেশ সংরক্ষণ আইনে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং নির্মিত দেয়াল ভেঙে দেওয়া হয়। অভিযান পরিচালনা কালে নুর মিয়াকে দুইদিনের মধ্যে মালামাল সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়। পরবর্তীতে আবার চেষ্টা করলে দ্বিগুণ শাস্তি দেয়া হবে বলে সতর্ক করা হয়। অপর একটি অভিযানে পৌরসভার অন্তর্গত আলিয়াবাদ সংলগ্ন বুড়ি নদী থেকে দুইটি ড্রেজারের মাধ্যমে মাঝিকাড়া চকে অবৈধভাবে ফসলি জমি ভরাটের অপরাধে ড্রেজার মালিক আওয়াল মিয়াকে, পিতা- হরমুজ আলী এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং আরেক ড্রেজার মালিক কাদির মিয়ার পক্ষে ম্যানেজার আবুল হোসেনকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করার সময় ড্রেজারের পাইপ নষ্ট করা হয়েছে এবং সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন পরবর্তীতে আবারও ফসলি জমি ভরাট করলে নিয়মিত মামলা দেওয়া হবে। ভ্রাম্যমান আদালতে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ