নবীনগরের অবৈধ বালু উত্তোলনের সময় পৃথক মোবাইল কোর্ট অভিযানে জেল ও জরিমানা
- April 1,2024
- 118 views
মলয়া ডেস্ক -
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে আজ ০১/০৪/২৪ তারিখে উপজেলার জাফরাবাদ বালুমহালে অতিরিক্ত ড্রেজার দিয়ে বালু উত্তোলনের অভিযোগ পাওয়ার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তানভীর ফরহাদ শামীম। অভিযান পরিচালনা করার সময় জাফরাবাদ বালু মহাল পয়েন্টে নির্দিষ্ট সংখ্যক ড্রেজারের চেয়ে বেশি ড্রেজার দিয়ে বালু উত্তোলন করার অপরাধে ইজারাদারের প্রতিনিধি মো: সাদেক মিয়াকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করেন। এছাড়া চর মানিকনগরে মেঘনা নদীর পাড়ে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করার সময় ৩ জনকে ঘটনাস্থল থেকে হাতে নাতে আটক করা হয়। আটককৃত ৩ জনকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন অতিরিক্ত ড্রেজার বসিয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মোবাইল কোর্টে সহযোগিতা করেন নবীনগর থানা পুলিশ।