নবীনগরে আগুনে পুড়ে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কালঘড়া গ্রামের অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল মোতালেব মিয়ার বসত ঘরে অগ্নিকাণ্ডে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অবসরপ্রাপ্ত সৈনিক আব্দুল মোতালেব এর বাড়ির পূর্ব পাশে আধাপাকা চার রুমের ঘরে বিদ্যুতের তার থেকে আগুন লেগে  আসবাবপত্র সহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে অবসরপ্রাপ্ত সৈনিক মোতালেব মিয়ার আনুমানিক ১০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা জানান।মোতালেব মিয়া ও তার পরিবারের লোকজন কান্না জড়িত কন্ঠে বলেন আমাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে আমরা তা আর কোনদিন পুষিয়ে উঠতে পারব কিনা জানিনা, আমরা এখন সর্বস্বান্ত হয়ে গেলাম। ২৫শে আগস্ট দুপুর আনুমানিক ২ ঘটিকার সময় পরিবারের সকলকে নিয়ে ভাত খাওয়ার সময় পাশের রুম থেকে দোয়া বেরিয়ে আসছে এবং কিছু বুঝে ওঠার আগেই মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ততক্ষণে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তাদের আত্মচিৎকারে আশেপাশে লোকজন এসেও শেষ রক্ষা করতে পারেনি পরবর্তীতে নবীনগরের ফায়ার সার্ভিসের টিম খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন কিন্তু ততক্ষণে ঘরের ভিতরে থাকা নগদ টাকা পয়সা স্বর্ণালংকার ও আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।