নবীনগর পৌরসভার নতুন পৌর প্রশাসকের দায়িত্বভার গ্রহণ
- August 27,2024
- 50 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভায় নতুন প্রশাসকহিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সাইফুল ইসলাম। মেয়রের অপসারণের পর মঙ্গলবার (২৭/২৪) দুপুরে তিনি পৌরসভায় আগমন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তানভীর ফরহাদ শামীম সহ পৌরসভার কাউন্সিলর বৃন্দ এবং অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
দায়িত্ব গ্রহণের পর, নবনিযুক্ত প্রশাসক মো: সাইফুল ইসলাম পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা করেন। তিনি স্থানীয় সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং পৌরসভা এলাকার উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
সভায় তিনি বলেন “আমরা সকলের সহযোগিতায় পৌরসভায় চলমান সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করব। উন্নয়ন ও নাগরিক সেবার মান বৃদ্ধির লক্ষ্যে আমাদের একত্রিতভাবে কাজ করতে হবে।”
উল্লেখ্য, গত ১৯ আগস্ট গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নবীনগর পৌরসভার মেয়র এড. শিব সংকর দাসকে অপসারণ করা হয়।