নবীনগরে রাতের আধারে দুর্বৃত্তদের দেশীয় অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত
- August 31,2024
- 154 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর রছুল্লাবাদ ইউনিয়নের কালঘড়া গ্রামে,মাদক সেবনে বাধা দেয়া এবং পূর্ব শত্রুতার জেরে ৩ নং ওয়ার্ড মেম্বার মামুন মিয়ার বড় ভাই লিটন মিয়া( ৪৭) পিতা মৃত্যু হান্নান মিয়াকে একই গ্রামের শাকিব মিয়া, পিতা আবুল হোসেন ও মুকতুল মিয়া পিতা ওলী মিয়া ৩০.০৮.২০২৪ তারিখে মোস্তফা মার্কেটের পাশে আবু কাউসারের বাড়ির সামনে রাতের আঁধারে অতর্কিত হামলা চালিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেন। এ সময় আহত লিটন মিয়ার আত্মচিৎকারে আশেপাশের লোকজন দৌড়ে আসিলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। আহত লিটন মিয়াকে উদ্ধার করে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শিষে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে হাসপাতালে আহত ব্যক্তিকে দেখার জন্য থানা পুলিশ উপস্থিত হয়ে জবানবন্দী গ্রহণ করেন। উল্লেখ্য যে সন্ত্রাসী সাকিব মিয়া ইতিপূর্বেও বিভিন্ন সময়ে গ্রামের কয়েকজনকে আহত করেন।
