নবীনগরে বিএনপি'র ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- September 2,2024
- 52 views
মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ০২/০৯ /২০২৪ তারিখ দলীয় কার্যালয়ে বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির সাবেক সহ সম্পাদক মফিজুর রহমান মুকুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহাবুদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী, নবীনগর পৌর যুবদলের আহবায়ক মোঃ আলী আজ্জম, যুবদল নেতা সাইদুর রহমান, গোলাম রাব্বানী মোঃ রুবেল আকরাম, মোঃ শামীম আহমেদ, মোঃ আনোয়ার হোসেন, মোহাম্মদ শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক দলের নেতা মোঃ হারেজ মিয়া সহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দলের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরে বক্তব্য রাখেন এবং সকলকে ধৈর্য্য ধরে বর্তমান পরিস্থিতি মোকাবেলা করে জনগণের আস্থা অর্জন করার জন্য একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। আলোচনা সভার শেষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানসহ বিভিন্ন সময়ে দলের জন্য যারা জীবন বাজি রেখে মৃত্যুবরণ করেছেন তাদের রুহের মাত্রা কামনা, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা সহ কারা নির্যাতিত নেতা কর্মীর সুস্থতার জন্য মোনাজাত করা হয়।