নবীনগরে জাতীয় স্যানিটেশন মাস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
- October 10,2024
- 156 views
মলয়া ডেস্ক
টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য অর্জনে জাতিসংঘ নিরাপদ স্যানিটেশন ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব প্রদান করে থাকে। বাংলাদেশের সরকার দেশের সবার জন্য স্যানিটেশন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। সরকার গ্রামীণ ও পৌর জনপদে নিরাপদ পানি সরবরাহসহ স্বাস্থ্যসম্মত ও বর্জ্য ব্যবস্থাপনা কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০২৪ এবং বিশ্ব হাত ধোয়া দিবস ১৫ অক্টোবর উপলক্ষে স্থানীয় এনজিও হোপ প্রধান কার্যালয়ে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। হোপের নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হোপ কার্য নির্বাহী পর্ষদের সহ-সভাপতি মোহাম্মদ আবু কাওছার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-নির্বাহী পরিচালক নিয়াজ উদ্দিন, হোক এরিয়া ব্যবস্থাপক আবু বক্কর সিদ্দিক সহ সকল শাখার ব্যবস্থাপক সহ সকল কর্মকর্তা-কর্মচারী আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভাপতির বক্তব্যে নির্বাহী পরিচালক বলেন আজকের এই সেনীটেসন মাসকে যদি আমরা কার্যকরী হিসেবে দেখতে চাই তাহলে আমাদের পিকেএসএফ কর্তৃক যে ওয়াস প্রোগ্রাম রয়েছে সে প্রোগ্রাম শতভাগ বাস্তবায়ন করার জন্য আমাদের সকল কর্মকর্তা কর্মচারীদের এক যুগে কাজ করে যেতে হবে। আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে যদি একটি পরিবার উপকৃত হয় তাহলে একটি গ্রাম উপকৃত হবে, গ্রাম উপকৃত হলে একটি উপজেলা শহর উপকৃত হবে, পর্যায়ক্রমে আমাদের বাংলাদেশের উপকার হবে। আমাদের এই উন্নত স্যানিটেশন ব্যবস্থার কারণে আমাদের যে বর্তমান পানি বাহিত রোগ তা নাই বললেই চলে। আমাদের এই কার্যক্রম জোরালো ভাবে অব্যাহত রাখতে হবে। উল্লেখ্য যে তা নিয়ে এনজিও হোক সব নিজেদের কার্যক্রমের পাশাপাশি এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।