নবীনগরে বিদ্যা শিক্ষা ট্রাস্টের শিক্ষা বৃত্তি ও সম্মাননা ক্রেস্ট প্রদান

মলয়া ডেস্ক:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিদ্যা শিক্ষা ট্রাস্ট নবীনগর এর উদ্যোগে ১ম বিএসটিএন বৃত্তি ২০২৪ উপজেলার স্থানিয় শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে। বিদ্যা শিক্ষা ট্রাস্টের সভাপতি ঘনপূত বিভাগের ঢাকা সার্কেল দুই এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী এ কে এম কামরুজ্জামান এর সভাপতিত্বে রামিসা ইসলামের কবিতা আবৃত্তি ও মনার বচন খ্যাত লেখক ও জিপিএস পাঠাগারের উদ্যোক্তা প্রকৌশলি মো. মনিরুজ্জামান মনিরের শুভেচ্ছা বক্তব্য শেষে এতে  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুসা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকাগন। 
বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী আরমান হোসেন, সঞ্জয় পাল, রকিবুল হাসান ও স্কুল পর্যায়ের উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একজন করে সাইমা রহমান, মৌমিতা দেবনাথ, নিঝুম চন্দ্র বর্মণ, হামিদা আক্তার, নুসরাত জাহান ইভা, স্নিগ্ধা সুলতানা নিহা, মো. রাফি সরকার, মোছা. সোনিয়া আক্তার, আরিফুল ইসলাম মিনহাজ, নাঈমা জান্নাত, ফারজানা আক্তার, ফাহমিদা নূর, সামিয়া জাহান, রেশমা আক্তার, তাইফা কবির ইভাকে শিক্ষা বৃত্তি ও ক্রেষ্ট প্রদান করা হয়েছে। 
এ সময় স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীসহ স্থানিয় শিক্ষানুরাগী, শিক্ষক, জিপিএস পাঠাগারের সদস্য, বিদ্যা শিক্ষা ট্রাস্ট নবীনগর এর সদস্যবৃন্দ ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।