ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির ১৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন
- May 11,2025
- 153 views

মলয়া ডেস্ক
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার ১৫১ সদস্য পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি। পূর্ণাঙ্গ কমিটির সভাপতি হলেন জনপ্রিয় রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব সুমন সাধারণ সম্পাদক হিসেবে সিরাজুল ইসলাম সিরাজ। এর বাহিরেও রয়েছে একটি উপদেষ্টা পরিষদ
উপদেষ্টা পরিষদে নবীনগর উপজেলা থেকে যারা মনোনীত হয়েছেন
১। সাঈদুল হক সাঈদ।
২। তকদির হোসেন জসিম।
৩। সালাউদ্দিন ভুইয়া শিশির।
৪। তোফাজ্জল হোসেন এফসিএ।
৫। মোঃ সাইফুল হক।
৬। ফয়েজ শাকিল আহমেদ।
৭। ফারুক মিয়া।
১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে নবীনগর উপজেলার যারা রয়েছেন তারা হলেন
সহ সভাপতিঃ
১। আনিছুর রহমান মঞ্জু।
২। মোঃ মলাই মিয়া।
৩। এডঃ আব্দুল আল বাকী।
১।সহ- সাধারণ সম্পাদকঃ-আলী আজ্জম।
১। অর্থনৈতিক বিষয়ক সম্পাদকঃ-কাজী নাজমুল হাসান তাপস।
১। সহ-আইন সম্পাদকঃ-ব্যারিষ্টার আশরাফ রহমান
সদস্যঃ
১। এডঃ এম এ মান্নান।
২। আবু সাঈদ।
৩। ইঞ্জি শফিকুল ইসলাম।
৪। নাজমুল করিম।
৫। মাসুদুল ইসলাম মাসুদ।
৬। ওবায়দুল হক লিটন।
৭। কে এম মামুনুর রশীদ।
৮। মোঃ মাসুদ রানা।
৯। হযরত আলী।
১০। আলামিন মিয়া।
১১। রহমত উল্লাহ।
১২।নুরুল হক(নুরু)।
তাদের কর্মনিষ্ঠা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার কমিটি আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে এমনটাই প্রত্যাশা করবে এই কমিটির প্রতিটি সদস্য তাদের নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা অভিজ্ঞতা নিয়ে এসেছেন যা জেলার উন্নয়নের সহায়ক হবে সকলেই কর্মীবান্ধব ও সাংগঠনিক দক্ষতা সম্পন্ন ব্যক্তিত্ব সকলের রয়েছে দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা এসব কিছু মিলিয়ে একটি শক্তিশালী দল গঠিত হয়েছে তাদের আগামী দিনের কার্যক্রম এর জন্য শুভকামনা জানাচ্ছেন শত শত রাজনৈতিক বিশ্লেষক ও ফেসবুক ব্যবহারকারীরা
