নবীনগরের বিএনপির উদ্যোগে বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার নেতাকর্মীর উপস্থিতিতে আনন্দ মিছিল অনুষ্ঠিত

মলয়া ডেস্ক 

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে  উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার বিকেল ৫ ঘটিকায় নবীনগর পৌর বাস স্ট্যান্ড হতে বৃষ্টি উপেক্ষা করে আনন্দ মিছিলটি শুরু করে শহরের গুরুত্বপূর্ণ রাস্তা প্রদক্ষিণ শেষে সমবায় মার্কেটের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই আনন্দ মিছিলে বিভিন্ন স্তরের হাজার হাজার নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্মরণকালের বৃহত্তম আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজী নাজমুল হোসেন তাপস ব্রাহ্মণবাড়িয়া-৫ সংসদীয় আসনে গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনিত প্রার্থী ও  জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক। আলোচনা সভায় ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম জেলা বিএনপির সদস্য, সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সভাপতি উপজেলা বিএনপির সভাপতিত্বের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট আনিসুর রহমান মঞ্জু জেলা বিএনপির সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি , মোহাম্মদ আবু সাঈদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি, সাবেক সভাপতি নবীনগর পৌর বিএনপি ও কাউন্সিলর ৪ নং ওয়ার্ড নবীনগর পৌরসভা, মাঈন উদ্দিন মাইনু সাবেক সহ-সভাপতি নবীনগর উপজেলা বিএনপি ও সাবেক মেয়র নবীনগর পৌরসভা, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ফারুক মিয়া, মোঃ হযরত আলী সদস্য  জেলা বিএনপি, এমদাদুল বারী আহ্বায়ক নবীনগর উপজেলা যুবদল, আলী আজম আহ্বায়ক নবীনগর পৌর যুবদল, হাজী মোহাম্মদ আবু তাহের সাবেক কাউন্সিলর ২ নং ওয়ার্ড ও সভাপতি ২ নং ওয়ার্ড পৌর বিএনপি, ইকবাল হোসেন রাজু সাবেক সহ-সভাপতি ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদল, আশ্রাফ হোসেন রুবেল সাবেক সভাপতি নবীনগর পৌর ছাত্রদল, রাজু খান সাবেক সাধারণ সম্পাদক নবীনগর সরকারি কলেজ ছাত্রদল, আল মামুন আহ্বায়ক জিয়া মঞ্চ নবীনগর উপজেলা শাখা ও সাবেক কাউন্সিলর ৬ নং ওয়ার্ড পৌরসভা, সাইদুর রহমান নবীনগর উপজেলা যুবদল নেতা, রুবেল আকরাম সদস্য সচিব জিয়া মঞ্চ নবীনগর উপজেলা শাখা, গোলাম মোস্তফা নবীনগর উপজেলা শ্রমিকদল, সিরাজুল ইসলাম সাবেক সহ-সভাপতি নবীনগর উপজেলা ছাত্রদল, আব্দুল্লাহ আল মামুন আহ্বায়ক নবীনগর পৌর জিয়া মঞ্চ ,শামীম আহমেদ সদস্য সচিব নবীনগর পৌর জিয়া মঞ্চ, আপেল মাহমুদ সাবেক আহবায়ক নবীনগর উপজেলা ছাত্রদল, গোলাম সামদানি হৃদয় সাবেক আহবায়ক নবীন সরকারি কলেজ ছাত্রদল, সাদ সজিব সাবেক সদস্য সচিব নবীনগর পৌর ছাত্রদল, জাহিদুল ইসলাম সাবেক আহবায়ক নবীনগর পৌর ছাত্রদল, শফিকুল ইসলাম তপু সাবেক-সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেলা ছাত্রদল, মোঃ জহিরুল ইসলাম উপজেলা ছাত্রদল নেতা। অন্যান্যদের মধ্যে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বৃষ্টি উপেক্ষা করে পুরো আনন্দ মিছিলটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করে । আনন্দ মিছিল শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায়
 বক্তারা জনাব তাপসের দীর্ঘ রাজনৈতিক জীবন, জনকল্যাণমূলক কাজ এবং দলের প্রতি তাঁর অবিচল আনুগত্যের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা বলেন, জনাব তাপস শুধু একজন নেতাই নন তিনি সাধারণ মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক। তার বাবা ছিলেন আমাদের নবীনগর উপজেলার ক্যাপ্টেন তিনিও বর্তমানে আমাদের ক্যাপ্টেন। সংবর্ধনা অনুষ্ঠানে  কাজী নাজমুল হোসেন তাপস তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং আগামী দিনেও জনসেবার মাধ্যমে মানুষের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার এবং জনগণের আস্থা অর্জনের আহ্বান জানান। তুমি সবাইকে ধৈর্য ধারণ করতে বলেন কারণ ধৈর্যের ফল হয় সুমিষ্ট। আপনারা যদি ধৈর্য ধরেন তাহলে মহান আল্লাহ পাক আপনাদেরকে সব কিছুই ফিরিয়ে দেবেন ইনশাল্লাহ