নবীনগরে সার্বজনীন গ্রুপের ‘ফ্রি অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালার সপ্তম ক্লাস অনুষ্ঠিত — উদ্যোক্তা তৈরিতে প্রাণবন্ত আলোচনা ও অনুপ্রেরণা

মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে আয়োজিত তিন মাসব্যাপী ‘ফ্রি উদ্যোক্তা তৈরি ও অলরাউন্ডার প্রশিক্ষণ’ কর্মশালার সপ্তম ক্লাস আজ বৃহস্পতিবার (১৪ জুন)  সকালে পৌর  শহরের সার্বজনীন গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে কর্মশালার সমন্বয়কারী জেমিন আক্তার সঞ্চালনার দায়িত্ব পালন করেন। স্বাগত বক্তব্য রাখেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি। তাঁর প্রাণবন্ত ও উদ্দীপনাময় উপস্থাপনায় তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন— “নিজেকে অন্যদের কাছে গুরুত্বপূর্ণ করে তোলার জন্য আত্মবিশ্বাস, দক্ষতা এবং নৈতিক মান বজায় রাখা অত্যন্ত জরুরি।” তিনি আরও বলেন, “উদ্যোক্তা মানেই শুধু ব্যবসা নয়, বরং নিজের মেধা, সৃজনশীলতা ও দায়িত্বশীলতার সংমিশ্রণে সমাজে এক ইতিবাচক ভূমিকা রাখা।”
কর্মশালায় সফল উদ্যোক্তা হয়ে ওঠার নানামুখী দিক ও বাস্তব অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণধর্মী আলোচনা করেন নবীনগরের বিশিষ্ট সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাপ্তাহিক নবীনগর-এর সম্পাদক আব্বাস উদ্দিন হেলাল। তিনি উদ্যোক্তাদের আত্মবিশ্বাস, সংকল্প এবং সমাজে ইতিবাচক পরিবর্তনের ভূমিকা নিয়ে বাস্তব উদাহরণ তুলে ধরেন।
এছাড়াও, আলোচনায় অংশ নেন বিশিষ্ট সংগঠক, সফল ব্যবসায়ী ও সাংবাদিক আবু কাউছার, যিনি তরুণদের উদ্যোক্তা হয়ে ওঠার পথে অনুপ্রেরণা দেন বাস্তবধর্মী উদাহরণ ও দিকনির্দেশনার মাধ্যমে। প্রশিক্ষণে ছন্দের কারিগর খ্যাত গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা হাবিবুর রহমান স্বপনের কাব্যিক উপস্থাপনা তরুণ উদ্যোক্তাদের বেশ নজর কাড়ে। 
নিয়মিত আয়োজনের অংশ হিসেবে সেলাই প্রশিক্ষণ পরিচালনা করেন প্রশিক্ষক রুমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন সার্বজনীন বহুমুখী কল্যাণ সংস্থার পরিচালক তানজিলা আক্তার শীলা, সাংবাদিক এস. এ. রুবেল, জামাল হোসেন পান্না, অজয় মুখার্জী প্রমুখ।
উল্লেখ্য, এই প্রশিক্ষণ কর্মসূচিতে অংশগ্রহণ করছে নবীনগরের উঠতি বয়সের ৪২ জন তরুণ-তরুণী, যারা নিজেদের দক্ষ উদ্যোক্তা ও কর্মমুখী নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিয়মিত অংশ নিচ্ছেন।
সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ডের জন্য সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ হোসেন শান্তি ইতোমধ্যেই নবীনগরে সর্বমহলে একজন গ্রহণযোগ্য ও অনুপ্রেরণাদায়ী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়ে উঠেছেন। তাঁর এ উদ্যোগে তরুণ সমাজ যেমন দিকনির্দেশনা পাচ্ছে, তেমনি ভবিষ্যতের জন্য নিজেদের প্রস্তুত করে তুলতেও অনুপ্রাণিত হচ্ছে।