নবীনগরে বেআইনিভাবে রাস্তা দখল করায় তিন বাড়িওয়ালাকে ৬,০০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট
- April 6,2020
- 653 views
নবীনগরে বেআইনিভাবে রাস্তা দখল করায় তিন বাড়িওয়ালাকে ৬,০০০ টাকা জরিমানা করে মোবাইল কোর্ট
মো. শরিফ উদ্দিন রনি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার রাস্তা দখল করে বাড়ি নির্মাণ সামগ্রী, ইট, বালু, রড, সিমেন্ট রেখে বাড়ি নির্মাণ কাজ করায় সাধারণ জনগণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করার প্রেক্ষাপটে সোমবার (০৬/০৪)মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। স্থানীয় সরকার আইনের (পৌরসভা আইন ১০৯) ধারা অনুযায়ী পৌর এলাকার আদালত পড়ার বাড়িওয়ালা কালের কন্ঠের সাংবাদিক গৌরাঙ্গ দেব নাথকে ২,০০০ টাকা জরিমানা করা হয়। তিনি জরিমানার টাকা দিতে অপারগতা প্রকাশ করায় তার ভাই নিতাই দেব নাথ তার পক্ষে জরিমানার টাকা পরিশোধ করেন। এদিকে পৌর এলাকার আলমনগর গ্রামের কাউছার আলম শিবু ও গিয়াস উদ্দিন মিয়ার ওই একই অপরাধে ২,০০০টাকা করে ৪,০০০ টাকা জরিমানা করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে রাস্তা থেকে বাড়ির নির্মাণ যাবতীয় মালামাল সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ইকবাল হাসান। তিনি বলেন, আইন সবার জন্য সমান, জনসাধারণের চলাচলের বিঘ্ন সৃষ্টি করা যাবে না । আমাদের অভিযান অব্যাহত থাকবে ।