স্বাস্থ্য সহকারি ,কমিউনিটি হেলথ প্রভাইডার, EPI টেকনোলজিস্ট , নার্স এবং ওয়ার্ড বয় দের মাঝে PPE বিতরণ।

গতকাল২৮/৩/২০২০ ইং নবীনগরের মাটি ও মানুষের নেতা,নবীনগরের কর্ণধার জনাব মোঃ আবাদুল করিম বুলবুল এমপি মহোদয় এর ব্যক্তিগত তহবিল থেকে দেয়া PPE এবং হ্যান্ড স্যানিটাইজার ,হ্যান্ড গ্লাভস,মাক্স আজ ২৯/৩/২০২০ইং সকাল ১০ ঘটিকায়,নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কর্মকর্তা ডাক্তার মোঃ হাবিবুর রহমান আনুষ্ঠানিকভাবে হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সম্মানিত সভাপতি জনাব রাকিব উদ্দিন খাঁন সহ অন্যান্যদের নিকট হস্তান্তর করেন।

এ সম্পর্কে রাকিব উদ্দিন খাঁন সাহেব PH NEWS BD কে বলেন আমি আপনাদের মাধ্যমে মাননীয় এমপি মহোদয় কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।এমপি মহোদয়ের দেওয়া এসব সামগ্রী করোনা ভাইরাস মোকাবেলায় ও জনগণের স্বাস্থ্য সুরক্ষায় নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

উক্ত বিতরণ অনুষ্ঠানে স্বাস্থ্য সম্পর্কীয় সকল কর্মকর্তা,কর্মচারীগণ উপস্থিত ছিলেন।