নবীনগরে ০২ কেজি গাঁজা সহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক ।

মলয়া ডেস্ক        
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে গত ২৮/০৮/২৪ তারিখে
নবীনগর পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ ভোলাচং চৌধুরী পাড়া  লক্কু মিয়ার ভাড়াটিয়া কবির হবি মিয়ার বসত ঘরের ভিতরে এসআই (নিঃ)/ মোঃ জাহাঙ্গীর আলম সঙ্গীয় অফিসার ফোর্সসহ নবীনগর পৌরসভার ৮নং ওয়ার্ডস্থ ভোলাচং চৌধুরী পাড়া  লক্কু মিয়ার ভাড়াটিয়া কবির  হবি মিয়ার বসত ঘরের ভিতর অবৈধ মাদকদ্রব্য গাঁজা মজুদ রাখিয়া বিক্রয় করিতেছে মর্মে গোপন সংবাদের ভিত্তিতে   আসামীর বসত ঘরের ০১টি প্লাস্টিকের ডামের ভিতর সাদা পলিথিনে মোড়ানো ০২ (দুই) কেজি গাঁজা আসামীর নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে উদ্ধার পূর্বক সাক্ষীদের উপস্থিতিতে  জব্দ তালিকা প্রস্তুত করে  জব্দ করেন।/ মামলার আসামি হলেন ১। কবির মিয়া  হবি মিয়া (৭৫), পিতা- মৃত চান মিয়া, গ্ৰাম-শ্রীরামপুর, নবীনগর থানার মামলা নং-১৭,তারিখ-২৯/০৮/২০২৪, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬ (১) এর ১৯(ক) রুজু করা হয় এবং আসামিদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়।