নবীনগরে ৮ বছরের এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে।
- April 7,2020
- 675 views
নবীনগরে আট বছরের শিশু নিখোঁজ।
---------------------------------------------------------
ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর উপজেলার রতনপুর গ্রাম থেকে আজ আট বছরের এক কন্যা শিশু নিখোঁজ হয়েছে।
নিখোঁজ শিশুটি নবীনগর উপজেলা রতনপুর ইউনিয়নের রতনপুর গ্রামের আজাহার আহাম্মেদের কন্যা ঊর্মি আক্তার।
আজ দুপুর ১২ টার দিকে সমবয়সীদের সাথে খেলতে গিয়ে নিখোঁজ হয় সে।
সম্ভাব্য সব স্থানে খোঁজ-খবর নিয়েও এখন পর্যন্ত খোঁজ মেলেনি শিশুটির।
বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে বলে স্বজনেরা জানান।
Facebook থেকে নেয়া