নবীনগরে বিএনপি প্রার্থীর প্রাথমিক ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে মশাল মিছিল
- November 21,2025
- 323 views
মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর বিএনপির প্রার্থী এডভোকেট এম এ মান্নানের প্রাথমিকভাবে ঘোষিত মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ২ কিলোমিটার দীর্ঘ এই বিশাল মশাল মিছিলটি নবীনগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব চত্বরে পথসভায় মিলিত হয়।
নবীনগর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে মনোনয়ন বঞ্চিত ও তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী নাজমুল হোসেন তাপসের অনুসারীদের উদ্যোগে মশাল মিছিলটির আয়োজন করা হয়। প্রেসক্লাব চত্বরে পথসভায় জেলা বিএনপির সদস্য হযরত আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক কমিশনার আল মামুন, জিয়া মঞ্চের সদস্য সচিব রুবেল আকরাম, যুবদল নেতা ইকবাল হোসেন রাজু, আশরাফ হোসেন রুবেল, রাজু খান, ছাত্রদল নেতা আপেল মাহমুদ, সাদ সজীব, জহিরুল প্রমূখ।
