ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পৌর এলাকায় করােনা ভাইরাসে আক্রান্ত এক বৃদ্ধ।

স্টাফ রিপোর্টারঃ

ব্রাহ্মণবাড়ীয়া জেলার নবীনগর থানাধীন আলমনগর গ্রামের উত্তর পাড়ার মােঃ তালেব হােসেনের পুত্র মজনু ( ৬৫ ) নামে এক বৃদ্ধ করােনাভাইসারে আক্রান্ত হয়েছেন ।

বর্তমানে তিনি ঢাকার কুয়েত মৈত্রি হাসপাতালের আইসােলেশন ওয়ার্ডে রয়েছেন ।

এই বৃদ্ধের একজন প্রতিবেশী জানান , গত ২ এপ্রিল রাতে নিজ বাড়িতে হৃদরােগে আক্রান্ত হন এই বৃদ্ধ । অসুস্থ অবস্থায় তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখান থেকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয় ।

এরপর কুমিল্লা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর পরীক্ষা - নীরিক্ষা করা হয় ।

পরীক্ষা - নীরিক্ষা শেষে করােনাভাইরাসের লক্ষণ আছে জানিয়ে তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে যেতে বলেন কর্তব্যরত চিকিৎসকরা ।

তারপর তাকে কুয়েত মৈত্রি হাসপাতালে নিয়ে যাওয়া হয় । সেখানে করােনাভাইরাস পরীক্ষা করা হলে শুক্রবার ( ১০ এপ্রিল ) দুপুরে হাসপাতাল কতৃপক্ষ phnewsbd কে মুঠোফোনে জানায় এই বৃদ্ধ করােনাভাইরাসে আক্রান্ত ।

তাছাড়া তার নিকট আত্মীয় জানায় তিনি কোনাে পবাসীর সংস্পর্শে যাননি।

ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা . মােহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানায় ,ঢাকা সিভিল সার্জন অফিসে যােগাযােগ করে তারা বিষয়টি নিশ্চিত হয়েছে এই বদ্ধ করােনাভাইরাসে আক্রান্ত হয়েছেন । এবং তিনি এখন কুয়েত মৈত্রি হাসপাতালের আইসােলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন । যারা তার সংস্পর্শে এসেছিলেন । তাদেরকে কোয়ারেন্টিনে রাখার পরামর্শ দেন ।