ব্রাহ্মণবাড়িয়ায় লকডাউন কে কাজে লাগিয়ে পুলিশ পরিচয়ে অভিনব কায়দায় ডাকাতি
- April 15,2020
- 789 views
স্টাফ রিপোর্টারঃ
করোনা ভাইরাস মোকাবেলায় সারা বিশ্বে লকডাউন চলছে। সেই ভাইরাস যেন মহামারী আকার ধারন করতে না পারে,সেই জন্য রাষ্ট্রীয় সরকারের নির্দেশনা মোতাবেক ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে এই জেলাকে লকডাউন ঘোষণা করেন।তারই প্রেক্ষিতে রাস্তা ঘাটে যানবাহন সীমিত হওয়ায় জনমানবের চলাচল শূন্য প্রায়।এই শূন্যতাকে কাজে লাগিয়ে একটি ডাকাত চক্র গত ১০/০৪/২০২০ ইং তারিখ রাত ৯ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানাধীন পৌর এলাকার কলেজ পাড়ার মোঃ হাবিবুর রহমান ওরফে বাবরু মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো শফিক মিয়ার বাসায় পুলিশ পরিচয়ে ঢুকে অভিনব কায়দায় ডাকাতি করে টাকা পয়সা ও মোবাইল সেট নিয়ে যায়।এই সম্পর্কে মোঃ শফিক মিয়ার মেয়ে সানজিদা আক্তার নয়া যুগান্তর কে জানায়, গত কিছু দিন পূর্বে তার মা মিনা বেগম মারা গেলে তার ছোট বোন তানিয়া ও তার বয়স্ক পিতাকে নিয়ে তারা এই বাসা ভাড়া নিয়ে বসবাস করে আসতেছেন।ঘটনার দিন তারিখ ও সময়ে হঠাৎ কিছু লোকজন তাদের ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ পরিচয়ে দরজা খোলতে বললে, সে তাদের জিজ্ঞেসা করেন কিসের জন্য এসেছেন। তখন তারা বলেন আমাদের কাছে তথ্য আছে এই বাসায় বিদেশ ফেরত প্রবাসী রয়েছে, তাই তাড়াতাড়ি দরজা খোলেন।এই কথা শুনার পর সে দরজা খোলে দিলে ৬/৭ জনের একটি সংঘবদ্ধ দল জোরপূর্বক বাসায় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ড্রয়ারে তালা ভেঙে তার মায়ের চল্লিশা অনুষ্ঠানে খাবারের জন্য রাখা ৯০,০০০(নব্বই হাজার) টাকা ও একটি নরমাল মোবাইল সেট নিয়ে যায়।ড্রয়ার ভাঙ্গার সময় তাদের সাথে কথা কাটাকাটি হলে সুর চিৎকারে আশেপাশের লোকজন জড়ো হয়।তখন সংঘবদ্ধ চক্রের হোতা লোকজনের কাছ থেকে বাঁচার জন্য অভিনব কৌশল অবলম্বন করে নিজেদের পুলিশ পরিচয় দিয়ে তাদের সঙ্গে করা নিয়ে আসা ইয়াবা ট্যাবলেট দেখিয়ে জানায় তারা আইনের লোক তারা এই বাসা থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে এসেছেন। যদি কেউ তাদের কাজে বাঁধা দেয় তবে তাকে ইয়াবা মামলায় চালান দেয়া হবে। নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি জানায় এই কথা শুনার পর আশেপাশের লোকজন ভয়ে দূরে সরে গেলে ডাকাত দলটি দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়।এই ব্যাপারে সানজিদা আক্তার বাদী হয়ে ডাকাতি করে যাওয়ার সময় চিনে ফেলা মুস্তাকিম মিয়া(৩৫),পিতাঃ মৃত আহমেদ আলী সাং দক্ষিণ মৌড়াইল, সুমন মিয়া (৩২),পিতাঃ ফুল মিয়া, সাং কলেজ পাড়া, আবু মিয়া,পিতাঃ অজ্ঞাত সাং দক্ষিণ মৌড়াইল সহ অজ্ঞাত নামা ৪/৫ জনকে বিবাদী করে ১৪/০৪/২০২০ ইং তারিখ বিকাল বেলায় প্রাথমিকভাবে একটি সাধারণ ডায়রী করেন।উক্ত সাধারণ ডায়রী টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়ার জন্য সদর মডেল থানার সৎ দক্ষ চৌকস এস আই মোঃ সুহেল রানা কে দায়িত্ব দেয়া হয়।দায়িত্ববান এই কর্মকর্তা আজ সন্ধ্যায় নয়া যুগান্তর কে জানায় তিনি সততার সহিত সমস্ত দক্ষতা ও কৌশল অবলম্বন করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে আসল অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসবেন।