দেশের দীর্ঘমানব জিন্নাত আলী মারা গেছেন

দেশের দীর্ঘ মানব (উচ্চতায়) জিন্নাত আলী চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে তিনি মারা যান। 

জিন্নাতের বড় ভাই ইলিয়াছ আলী জানিয়েছেন, জিন্নাতের ব্রেন টিউমার হয়েছিল। তার শারীরিক অবস্থা খারাপ হওয়ায় রবিবার (২৬ এপ্রিল) তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে তাকে হাসপাতালের নিউরোলজি বিভাগে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা নিরীক্ষা শেষে তাকে সোমবার নিউরোসার্জারি বিভাগে স্থানান্তর করা হয়। পরে তার অবস্থা সংকটাপন্ন হলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে নেয়। সেখানে সে মারা যায়।

১৯৯৬ সালের জিন্নাত আলী জন্মগ্রহণ করেন। তিনি পরিবারের দ্বিতীয় সন্তান। ১১ বছর বয়স থেকে জিন্নাত আলীর অস্বাভাবিক উচ্চতা শুরু হয়। সেটি একসময় গিয়ে দাঁড়ায় ৮ ফুট ৬ ইঞ্চিতে।

২০১৮ সালের অক্টোবরে জিন্নাতকে চিকিৎসার জন্য ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়। তখন জিন্নাতের মস্তিষ্কে টিউমার রয়েছে বলে ধারণা করা করেন চিকিৎসকরা।

জিন্নাত আলী ২০১৮ সালের অক্টোবরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।