করোনা: ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

গত ২৪ ঘণ্টায় ভারতে মারা গেছেন ৭৪ জন করোনা রোগী, যা দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর সংখ্যা।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে এক হাজার ৭৩৮ জন। ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, সব রাজ্য মিলিয়ে এ পর্যন্ত ভারতে মোট আক্রান্তের সংখ্যা ৩৩ হাজার ৬২ জন। মোট মৃতের সংখ্যা এক হাজার ৭৯ জন। সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৩৭ জন। হাসপাতালে চিকিৎসাধীন ২৩ হাজার ৫৪৬ জন।

ভারতে আক্রান্ত ও মৃত্যু দুটোতেই শীর্ষে স্থানে রয়েছে মহারাষ্ট্র। এর পর গুজরাট। মহারাষ্ট্রে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ১০ হাজারের কাছাকাছি। মৃত্যুও ৪০০ ছাড়িয়ে গেছে। গুজরাটে আক্রান্তের সংখ্যা প্রায় ৪ হাজার। মৃত্যুর সংখ্যা ২০০ জন।

এদিকে, ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আজ থেকেই শিক্ষার্থী, শ্রমিক, পর্যটক ও তীর্থযাত্রীরা নিজ নিজ এলাকায় ফিরতে পারবেন। দেশটিতে ৪ঠা মে থেকে লকডাউন তুলে নেয়ার কথা রয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে তৃতীয় দফায় লকডাউনের মেয়াদ বাড়বে কিনা তা নিয়ে দেশটির মন্ত্রিপরিষদে আলোচনা চলছে।

প্রসঙ্গত, সারাবিশ্বে ছড়িয়েপড়া প্রাণঘাতী করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দুই লাখ ২৮ হাজার ছাড়িয়েছে। এছাড়া, ভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে ৩২ লাখ ১৮ হাজারের বেশি মানুষের শরীরে। আর আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১০ লাখ মানুষ।

সূএ: DBC news