করোনা ভাইরাস প্রতিরোধে বিকন ফার্মাসিটিক্যাল এর ঔষধ অনুমোদন

"করোনা" ভাইরাস প্রতিরোধে এবং এর চিকিৎসায় ব্যবহারের জন্য বীকন ফার্মাসিউটিক্যালস এর উৎপাদিত "ফ্যাভিপিরা-২০০ মি.গ্রা." ঔষধটিকে বাংলাদেশ ওষুধ প্রশাসন মন্ত্রণালয় শর্তসাপেক্ষে আজ অনুমোদন দিয়েছে।

বিগত ১ মাসের ট্রায়ালের পর এর শর্তসাপেক্ষে ব্যবহারের জন্য অনুমোদন দেয় DGDA. 

একমাত্র হাসপাতাল এবং রেজিস্টার্ড ডাক্তারদের প্রেসক্রিপসনে এই ওষুধ প্রদান করা হবে "করোনা" চিকিৎসায়।