ব্রাহ্মণবাড়িয়া রেল স্টেশনের প্লাটফর্মে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার
- May 2,2020
- 873 views
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্টেশনের প্লাটফর্মের ভিতরের দিকে গ্রিলে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
২ মে শনিবার দুপুর দেড়টার দিকে ১নং প্লাটফর্মের পশ্চিম দিক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, দুপুরের দিকে বৃষ্টির পর পথচারীরা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। ট্রেন চলাচল বন্ধ থাকায় ষ্টেশনের প্লাটফর্ম এলাকা অনেকটা নীরব। বৃদ্ধের বয়স আনুমানিক ৬০বছর হবে। মাফলারে ফাঁস দেয়া ঝুলন্ত অবস্থায় তার মরদেহটি ছিল। ধারণা করা হচ্ছে বৃদ্ধ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে। তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।