মৃত্যুর সংখ্যা বেড়েই চলেছে তবু পাকিস্তানে লকডাউন তুলে নেয়ার ঘোষণা

মহামারি করোনা ভাইরাসে কারণে পাকিস্তানে  ঘোষিত লকডাউন ওঠানোর ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী শনিবার (৯ মে) থেকে লকডাউন ওঠানোর ঘোষণা দিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার( ৭ মে) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ইমরান বলেন, সাধারণ মানুষের ভোগান্তির কারণে লকডাউন তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয়া হচ্ছে।

ইমরান এদিন পাকিস্তানের জাতীয় সমন্বয় কমিটির সঙ্গে বৈঠকের পর বলেন, ‘আমাদের মানুষ ভোগান্তিতে পড়েছে। তাই লকডাউন ওঠানো হচ্ছে।’

আমরা জানি সংক্রমণ বাড়তে থাকলেও এমন সিদ্ধান্ত নিচ্ছি। কিন্তু এটা তো থামছেও না।’

আন্তর্জাতিক জরিপকারী সংস্থা ওয়ার্ল্ডোমিটারের সর্বশেষ হিসাব অনুযায়ী, পাকিস্তানে এখন পর্যন্ত ২৪ হাজার ৭৩ জন কভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৫৬৪ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৪৬৪ জন।

সূএ:somoynews