নবীনগরে কর্মহীন মানুষের পাশে এমপি এবাদুল করিম
- May 11,2020
- 994 views
করোনায় আক্রান্ত নবীনগর সরকারি হাসপাতালের ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল বারী বর্তমানে নবীনগর হাসপাতালের আইসোলেশন বিভাগে ভর্তি রয়েছেন। তাঁর শারিরীক অবস্থা এখন উন্নতির দিকে। স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল ইতিমধ্যে করোনায় আক্রান্ত ডাঃ বারী’র সঙ্গে ভিডিও কলের মাধ্যমে কথা বলে উনার সার্বিক অবস্থার খোঁজ খবর নেন। সে সময় সাংসদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমানের সাথেও কথা বলেন এবং ডাঃ বারী’র পরিবারকে সর্বাত্মক সহযোগিতারও আশ্বাস দেন।
এছাড়াও স্থানীয় সাংসদ মোহাম্মদ এবাদুল করিম বুলবুল করোনা প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল চিকিৎসক, স্বাস্থ্য সহকারী, সেবিকা, সাংবাদিক ও প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ২ শতাধিক পিপিই, হ্যান্ড গøাভস, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণ করেন। পাশাপাশি প্রায় তিন হাজার পরিবারের মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রীসহ ত্রাণ বিতরণ করেন।
এর আগে করোনায় কর্মহীন হয়ে পড়া মানুষের মাঝে আর্থিক সহযোগিতা হিসেবে প্রতিটি ইউনিয়নে ১ লক্ষ টাকা করে ২১ লক্ষা টাকা এবং পৌরসভায় ২ লক্ষ টাকা মোট ২৩ লক্ষ টাকা বর্তমান এমপি এবং সাবেক এমপি সম্মিলিতভাবে পুরো উপজেলায় বিতরণ করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান আজ শনিবার জানান, করোনায় আক্রান্ত ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল বারীর সার্বিক অবস্থার বিষয়ে আমাদের মাননীয় এমপি মোহাম্মদ এবাদুল করিম, সিভিল সার্জন মো. একরামুল্লাহ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর মেয়র এড. শিব শংকর দাস, নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. মকবুল হোসেনসহ প্রশাসনিক কর্মকর্তারা সার্বক্ষণিক আমার সঙ্গে যোগাযোগ করে যাচ্ছেন।
উল্লেখ্য নবীনগর উপজেলায় কোভিড-১৯ করোনা সন্দেহে নবীনগর সরকারী হাসপাতালের ডাক্তার স্টাফসহ ৪৮ জনের নমুনা সংগ্রহ করে গত ১৭ এপ্রিল ঢাকায় পাঠানো হয়। পরে গত ২২ এপ্রিল আসা রিপোর্টে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডাঃ আব্দুল্লাহ আল বারীর করোনা পরীক্ষার রিপোর্টটি পজেটিভ আসে।।
সূএ:মানবজমিন