নবীনগরে এমপির অনুরোধে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু!!
- July 16,2020
- 718 views
নিজস্ব প্রতিবেদক—
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বহুল প্রতীক্ষিত ফায়ার সার্ভিস স্টেশনের কার্যক্রম চালু করা হয়েছে।
পৌর এলাকার নারায়ণপুরে দীর্ঘ এক বছর আগে ফায়ার সার্ভিস স্টেশনের ভবন নির্মাণকাজ শেষ হয়।
নির্মাণ কাজ শেষ হলেও উদ্বোধনের অপেক্ষায় ছিল এতো দিন।
তার কারন,এটি সহ বাংলাদেশের বিভিন্ন উপজেলায় আরো মোট ২৩ টি ফায়ার স্টেশন নির্মিত হয়েছে।
যা বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী,জননেত্রী শেখ হাসিনা একযোগে উদ্বোধন করার কথা।
কিন্তু মহামারী করোনা ভাইরাস এর কারণে তা এখনও করা সম্ভব হয়নি।
এরই মধ্যে নবীনগর বাজারে,বাজার কমিটির সভাপতি মনির হোসেন এর ভবনে আগুন লেগে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হওয়ার পর নির্মিতব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনস ষ্টেশনটি উদ্ভাবন করার দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যম।
তারই প্রেক্ষিতে স্থানীয় সংসদ সদস্য মোহাম্মদ এবাদুল করিম বুলবুল তাৎক্ষণিকভাবে নবীনগর উপজেলাকে অনাকাঙ্ক্ষিত অগ্নিকাণ্ড রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানান ।
এমন পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আনুষ্ঠানিক উদ্বোধন করার আগেই প্রয়োজনীয় জনবলসহ অন্যান্য অগ্নিনির্বাপক যন্ত্রপাতি গাড়ি ও মালামাল বরাদ্দ দেয় উর্ধতন কর্তৃপক্ষ।
দ্বিতীয় শ্রেণীর মর্যাদা পাওয়া নবীনগর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনস ষ্টেশনটিতে দুই ইউনিটে একজন সাব অফিসার,দুইজন লিডার,ফায়ারম্যান ১৩ জন ও দুইজন ড্রাইভার কর্মরত থাকবেন,১টি ফাস্টকল গাড়ি,১টি দ্বিতীয় কল গাড়ি রয়েছে।
কাজের পরিক্ষামুলক কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম,ওসি প্রভাষ চন্দ্রধর, ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসের উপ সহকারী পরিচালক মোঃ তানহারুল ইসলাম,নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ পারভেজ হোসেন সহ যুবলীগ ছাত্রলীগ স্বেচ্ছাসেবক লীগ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় গণমাধ্যম কর্মীদের ব্রাহ্মণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনসের উপ সহকারী পরিচালক মোঃ তানহারুল ইসলাম বলেন,আমাদের স্টেশনটি অপারেশনের জন্য প্রস্তুত।আজ থেকে এর কার্যক্রম শুরু করা হল।
তবে প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামাদি অভাব রয়েছে,পর্যাক্রমে সকল উপকরণ সংযুক্ত করা হবে।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বলেন,নবীনগরের মানুষের প্রাণের দাবী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনস স্টেশনটি সারাদেশের ন্যায় উদ্বোধনের অপেক্ষায় ছিল,কিন্তু অতিসম্প্রতি ঘটে যাওয়া নবীনগর বাজারের অগ্নিকাণ্ড আমাদের প্রয়োজনীয়তাকে তীব্র করে তুললে আমরা বিষয়টি নিয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি।
মাননীয় এমপি মহোদয় বিষয়টি নিয়ে জোর তদবির করে কার্যক্রম পরিচালনার ব্যবস্থা করেন।
স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল মুঠোফোনে জানান,নবীনগরে নির্মিতব্য ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেনস স্টেশনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্ভাবন করার কথা ছিল।
কিন্তু নবীনগরের একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় আমি বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের অনুরোধ করেছি তাই আজ কার্যক্রম চালু হচ্ছে।
সেই জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে নবীনগরবাসীর পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।
নবীনগর উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক মোঃ পারভেজ হোসেন বলেন,সম্প্রতি নবীনগর বাজারের অগ্নিকাণ্ডের পর নবীনগর বাসীর দাবির প্রেক্ষিতে মাননীয় এমপি জনাব মোঃ এবাদুল করিম বুলবুল মহোদয়,ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোর সুপারিশের মাধ্যমে এর কার্যক্রম চালু করার ব্যবস্থা করেন।
পরবর্তীতে যেকোনো দিন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফায়ার স্টেশন টি উদ্বোধন করবেন।
নবীনগর বাসীর বহুল প্রত্যাশিত ফায়ার স্টেশনের কার্যক্রম চালু হওয়ায় সাবেক ছাত্রনেতা তার ব্যক্তিগত ও নবীনগর বাসীর পক্ষ থেকে নবীনগর এর অভিভাবক,জননন্দিত নেতা জনাব মোঃ এবাদুল করিম বুলবুল এমপি মহোদয় ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান।
পরে সাবেক ছাত্রনেতা মো:পারভেজ হোসেন মাননীয় এমপি জনাব মোঃ এবাদুল করিম বুলবুল মহোদয় এর পক্ষে ফায়ার স্টেশনে একটি মোবাইল ও সিম কার্ড উপহার দেন।
যা ফায়ার স্টেশনের হটলাইন (01736619010)হিসাবে ২৪ ঘন্টা গ্রাহকদের সেবার উদ্দেশ্যে খোলা থাকবে।
তিনি ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারী,অতিথি ও সাংবাদিক বৃন্দের ভূরিভোজন এর ব্যবস্থা এবং উপস্থিত সবাইকে মিষ্টিমুখ করান।