দুবাইয়ে ৬ মাসে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ২ হাজার অমুসলিম
- June 29,2021
- 758 views
ইসলাম ডেস্ক-সংযুক্ত আরব আমিরাতে মোহাম্মদ বিন রাশিদ সেন্টার ফর ইসলামিক কালচার জানিয়েছে, এ বছর গত ছয় মাসে দুবাইয়ে বিভিন্ন দেশের ২ হাজারেরও বেশি অমুসলিম নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।
সংস্থাটির তথ্য মতে, চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ২০২৭ জন অমুসলিম ইসলামের পতাকাতলে সামিল হয়েছেন। দুবাইয়ের ইসলামিক অ্যাফেয়ার্স অ্যান্ড চ্যারিটেবল অ্যাক্টিভিটিস বিভাগ (আইএসিএডি) কর্তৃক পরিচালিত এই সেনাটারটি বিভিন্ন ধর্মের মানুষের কাছে ইসলামের ইতিহাস, ইসলামি জ্ঞান ও ইসলামের পরিচিত তুলে ধরে।
সংস্থাটি ইসলামিক সংস্কৃতির প্রচার প্রসারের ক্ষেত্রে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। কালচার সেন্টারের পরিচালক হিন্দ মোহাম্মদ লুতা ইসলাম সম্পর্কে জানতে বা ইসলামের বিভিন্ন দিক নিয়ে পর্যালোচনা করার ইচ্ছে থাকলে ৮০০৬০০ নম্বরে কল করে সেন্টারে আসার অনুরোধ জানান। এছাড়া তিনি www.iacad.gov.ae সাইট ভিজিটের আহ্বান জানান।