নবীনগরে সাংবাদিকদের সাথে জেলা বিএনপি আহ্বায়কের মত বিনিময় সভা

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক ও মনোনয়ন প্রত্যাশী এডভোকেট এম এ মান্নান তার নিজ উপজেলা নবীনগরে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ১৮/০৯/২০২৪ বিকেল তিন ঘটিকায় নবীনগর মহিলা ডিগ্রি কলেজে নবীনগর প্রেসক্লাবের সভাপতি শ্যামাপ্রসাদ চক্রবর্তীর সভাপতিত্বে মতবিনিময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা মলাই মিয়া, মাসুদুল ইসলাম মাসুদ, আশরাফ হোসেন রাজু, ওবায়দুল হক লিটন, মাসুদুর রহমান মাসুদ সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভার শুরুতে
জেলা আহবায়ক এডভোকেট এম এ মান্নান 
শহীদদের প্রতি শ্রদ্ধা ও সমবেদনা প্রকাশ প্রকাশ করেন। সময় তিনি বলেন
নবীনগর - ঢাকা সড়কপথ নির্মাণ, নবীনগর -আশুগঞ্জ রাস্তা সমাপ্ত করার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। এসময় তিনি বলেন
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।
১৭ বছর ধরে বিএনপি নির্যাতিত হয়েছে উল্লেখ করে তিনি বলেন আমরা 
নবীনগরে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করিনি। আন্দোলনের পর নবীনগরে কোন সহিংসতা হতে দেয়া হয়নি। আমরা 
সন্ত্রাস মুক্ত, দূর্নীতি মুক্ত সাম্যের নবীনগর দেখতে চাই। এ সময় তিনি আরো বলেন নবীনগরে কোন নেতা কর্মী অন্যায় করলে তাদেরকে ছাড় দেয়া হবেনা।সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকতে হবে জানিয়ে আজকে উপস্থিত হওয়ার জন্য সাংবাদিক বন্ধুদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি আরো বলেন নদী দখল ও দূষণের বিরুদ্ধে আমি সব সময়ে সোচ্চার। আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য বিএনপি সার্বিক সহযোগিতা করবে। মত বিনিময় সভায় উপজেলার প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দরা উপস্থিত ছিলেন।