নবীনগরে জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নতুন নেতৃত্ব, কর্মীদের মাঝে আনন্দ
- May 14,2025
- 244 views

মলয়া ডেস্ক
নবীনগরে রাজনৈতিক অঙ্গনে নতুন হাওয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নবগঠিত কমিটির সদস্যদের বরণ করে নিলেন স্থানীয় নেতাকর্মীরা। অভিনন্দন আর ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন নবনির্বাচিত নেতারা।
গতকাল এক আনন্দঘন পরিবেশে নবীনগরে উপজেলা জাতীয়তাবাদী ব্যবসায়ী দলের নবনির্বাচিত আহ্বায়ক আব্দুর রহিম এবং সদস্য সচিব সাবেক ছাত্রদল নেতা আল আমিনকে বরণ করে নেওয়া হয়। কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানে এক নতুন উদ্দীপনার সৃষ্টি করে।
নবীনগরের মাটি ও মানুষের নেতা ব্রাহ্মণবাড়িয়া বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপস ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেন। অনুষ্ঠানে উপস্থিত সকলে তাদের বিশ্বাস নবনির্বাচিত এই নেতৃত্ব দলের কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সাধারণ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। সকলের মুখেই ছিল নতুন নেতৃত্বকে নিয়ে আশা ও ভরসার প্রতিচ্ছবি। এই নতুন কমিটি নবীনগরে ব্যবসায়িক মহলে কতটা ইতিবাচক প্রভাব ফেলবে, এখন সেটাই দেখার অপেক্ষা।
