নবীনগরে SP Spoken English Academy-এর 'Parents' Meeting Result Announcement' অনুষ্ঠিত হলো

মলয়া ডেস্ক 
 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ৩রা জুন ২০২৫ তারিখে নবীনগর সরকারি কলেজ প্রাঙ্গণে SP Spoken English Academy-এর উদ্যোগে নবীনগরে সম্প্রতি অনুষ্ঠিত হলো তাদের 'Parents' Meeting Result Announcement' অনুষ্ঠান। এই অনুষ্ঠানে একাডেমির 'Kids Spoken English Level-2' কোর্সের ফলাফল ঘোষণা করা হয়। প্রতিষ্ঠানটির কর্ণধার শাহ পরানের সার্বিক ব্যবস্থাপনায়
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এ. কে. এম. রেজাউল করিম। তাঁর উপস্থিতিতে অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং তাদের সন্তানদের ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করেন।
SP Spoken English Academy-এর লক্ষ্য হলো শিক্ষার্থীদের ইংরেজি ভাষার দক্ষতা বৃদ্ধি করা এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করা। এই ধরনের ফলাফল ঘোষণা অনুষ্ঠান শিক্ষার্থীদের অনুপ্রাণিত করে এবং তাদের মধ্যে পড়াশোনার প্রতি আগ্রহ তৈরি করে। অনুষ্ঠানটি  একটি সফল আয়োজন ছিল, যা একাডেমি এবং শিক্ষার্থীদের মধ্যে একটি ইতিবাচক সম্পর্ক তৈরি করেছে।