নবীনগরে বাস-সিএনজি সংঘর্ষে ৩ জন নিহত

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার(৫ জুন) ভোর পৌনে ছয়টার দিকে উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার-এতিমখানা সড়কের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন নবীনগরের লাপাং গ্রামের মৃত হযরত আলীর ছেলে আবুল কাশেম (৫৮), নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহাগ মিয়া (১৯) এবং ফেনী জেলার দক্ষিণ ফরাদ নগরের আবুল খায়ের মিয়ার ছেলে লঞ্চের সুকানি নুরুল আলম (৫৫)। তাঁদের মধ্যে আবুল কাশেম ও সোহাগ মিয়া সম্পর্কে আত্মীয়।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম থেকে সিলেটগামী দুরন্ত পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো-ব ১৫-৮৮৫৪) বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাটিকে চাপা দেয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে, সিএনজিতে থাকা তিনজন যাত্রী ঘটনাস্থলেই মারা যান।

ওসি আরও জানান, দুর্ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নিহতদের মরদেহ উদ্ধার করে নবীনগর থানায় আনা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পর থেকে বাসচালক পলাতক রয়েছেন।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে