নবীনগরে পালিত হল ঈদুল আয'হা: নিরাপত্তা ও সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত স্থাপন
- June 8,2025
- 146 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে প্রশাসনের সক্রিয় ভূমিকা ও জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে শান্তিপূর্ণ ঈদ উদযাপন সম্পূর্ণ হয়েছে। পবিত্র ঈদুল ফিতরের পাশাপাশি এই বছর নবীনগরে পবিত্র ঈদুল আয'হাও উদযাপিত হলো এক নজিরবিহীন নিরাপত্তা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে, যা স্থানীয় প্রশাসন ও জনসাধারণের সম্মিলিত প্রচেষ্টার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। উপজেলা জুড়ে ঈদ জামাতগুলো সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং কোথাও কোনো বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঈদুল আয'হাকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। প্রতিটি ঈদ জামাতে পর্যাপ্ত সংখ্যক নিরাপত্তা টিম মোতায়েন করা হয়। এছাড়া, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় গ্রাম্য পুলিশ টহল এবং সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হয়, যা যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সপ্তাহিক মলয়া থেকে জানতে চাইলে
নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, "আমরা জনসাধারণের স্বতঃস্ফূর্ত সহযোগিতায় পরপর দুটি ঈদ কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়াই নিরাপদ পরিবেশে রাখতে পেরেছি। এজন্য আমরা নবীনগর উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে জনগণের আন্তরিকতা ও সহযোগিতা কামনা করছি।"
সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর বলেন আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক ও সর্বোচ্চভাবে চেষ্টা করেছি যেন কোন বিশৃঙ্খলা ছাড়াই ঈদের জামাত এবং মুসলিম উম্মার ত্যাগের মহিমায় যে কুরবানী তা যেন নির্বিঘ্ন ভাবে সম্পন্ন করতে পারে এ বিষয়ে আমরা সমগ্র উপজেলা বাসির সহযোগিতা পেয়েছি ভবিষ্যতেও আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে। উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী এই সফল ঈদ উদযাপনের পেছনে প্রশাসন, থানা প্রশাসন এবং স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার পাশাপাশি জনসাধারণের সচেতন ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, "জনগণের সক্রিয় সহযোগিতায় আমরা পরপর দুটি ঈদ নির্বিঘ্নে সম্পন্ন করতে পারায় আমি উপজেলাবাসীকে ধন্যবাদ জানায়। উৎসবমুখর ভাবে ঈদ উদযাপনের বিষয়ে স্থানীয় কয়েকজন সম্মানিত বাসিন্দার সাথে কথা বললে তারা বলেন পূর্বে বিভিন্ন সময়ে ছোটখাটো ঘটনা কেন্দ্র করে ঈদের আনন্দ বিঘ্নিত হলেও এবার পরিবার-পরিজন নিয়ে নির্বিঘ্নে ঈদ উপভোগ করতে পেরেছি আমরা। এ বিষয়ে জানতে চাইলে
নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক মলয়ার
প্রকাশক মোহাম্মদ হোসেন শান্তি বলেন এই শান্তিপূর্ণ উদযাপনের জন্য প্রশাসন ও সচেতন নাগরিকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, "এমন শান্তিপূর্ণ ঈদ আমরা দীর্ঘদিন পর উপভোগ করলাম। প্রশাসন , বর্তমান সময়ে রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন নাগরিকদের আন্তরিকতার কারণেই এটি সম্ভব হয়েছে।" এই সফল আয়োজনের জন্য তিনি নবীনগর উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনকে ধন্যবাদ জানান। উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের সময়োপযোগী পদক্ষেপ রাজনীতিবিদদের সহযোগিতা এবং নাগরিকদের স্বতঃস্ফূর্ত সহযোগিতার ফলেই নবীনগরে এবারের ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন একটি দৃষ্টান্ত স্থাপন করেছে। এমন শান্তিপূর্ণ উদযাপন নবীনগরবাসীর সামাজিক সংহতি ও পারস্পরিক সম্প্রীতির প্রতীক হিসেবে ভবিষ্যতে মাইল ফলক হয়ে থাকবে। সাপ্তাহিক সম্পাদক হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান বলেন মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে এবং প্রশাসনের সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে সর্বোচ্চ সুশৃঙ্খল পরিবেশে এ বছর ঈদের জামাত গুলো অনুষ্ঠিত হয়েছে এর জন্য প্রসঙ্গে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যতে যেন এই দ্বারা অব্যাহত থাকে সে প্রত্যাশা করছি।
