সর্বজনীন গ্রুপ"-এর ফ্রি উদ্যোক্তা তৈরির অষ্টম ব্যাচ সম্পন্ন নবীনগরে নতুন দিগন্ত উন্মোচন
- June 21,2025
- 140 views

মলয়া ডেস্ক:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ২১-০৬- ২০২৫ ইং তারিখে উদ্যোক্তা তৈরিতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাওয়া "সর্বজনীন গ্রুপ" সফলভাবে তাদের অষ্টম ব্যাচের ফ্রি উদ্যোক্তা প্রশিক্ষণ কার্যক্রম সম্পন্ন করেছে। নবীনগরে অনুষ্ঠিত এই আয়োজনে তরুণ ও আগ্রহীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন "সর্বজনীন গ্রুপ"-এর প্রধান উপদেষ্টা নবীনগর মহিলা ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কান্তিকুমার ভট্টাচার্য এবং সর্বজনীন গ্রুপের চেয়ারম্যান ও নবীনগর প্রেসক্লাবের সভাপতি এম এইচ শান্তি, নবীনগর প্রেসক্লাবের সদস্য, ইব্রাহিমপুর মাদ্রাসার সহকারী অধ্যাপক আই কে ইব্রাহিম যারা প্রশিক্ষণের সার্বিক তত্ত্বাবধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বক্তারা নবীন উদ্যোক্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং তাদের স্বপ্ন পূরণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এই প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে অংশগ্রহণকারীরা ব্যবসা পরিচালনার প্রাথমিক ধারণা, বাজার বিশ্লেষণ, অর্থায়ন, এবং বিপণন কৌশল সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন করেন। "সর্বজনীন গ্রুপ"-এর এই মহতী উদ্যোগ নবীনগরের স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে, কারণ এর মাধ্যমে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এবং স্থানীয় পণ্য ও সেবার প্রসার ঘটবে।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের পক্ষ থেকে সর্বজনীন গ্রুপের চেয়ারম্যান এম এইচ শান্তি ধন্যবাদ জ্ঞাপন করেন, যা এই কার্যক্রমের সফল পরিসমাপ্তি নির্দেশ করে। "সর্বজনীন গ্রুপ" ভবিষ্যতেও এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছে।
