শু" "শব্দ বদলাও, শক্তি বাড়বে" অলরাউন্ডার’ বইয়ের মোড়ক উন্মোচন: শান্তির বার্তা ছড়াচ্ছে এম এইচ শান্তির লেখনী
- June 30,2025
- 150 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর ৩০ জুন ২০২৫: দুপুর ১২ টায় আয়শা আমজাদ টাওয়ারের হল রুমে সুপরিচিত মুখ, সর্বজনীন গ্রুপের চেয়ারম্যান এবং ঐতিহ্যবাহী নবীনগর প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক, সাপ্তাহিক মালয়ার প্রকাশক, লেখক ও জনপ্রিয় গায়ক এম এইচ শান্তি’র স্বরচিত গ্রন্থ ‘অলরাউন্ডার’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।
‘শব্দ বদলাও, শক্তি বাড়বে’ – এই স্লোগানকে সামনে রেখে লেখা ‘অলরাউন্ডার’ বইটি ইতিমধ্যেই পাঠকমহলে ব্যাপক সাড়া ফেলেছে। বইটি এম এইচ শান্তি’র গভীর চিন্তাভাবনা এবং সামাজিক দায়বদ্ধতার এক অনন্য দৃষ্টান্ত। ‘অলরাউন্ডার’ গ্রন্থে তিনি সমাজ পরিবর্তনের বার্তা দিয়েছেন, যেখানে ইতিবাচক শব্দ ব্যবহারের মাধ্যমে ব্যক্তিগত ও সামাজিক শক্তি বৃদ্ধির উপর জোর দেওয়া হয়েছে।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব চৌধুরী। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সান জাপানিজ ট্রেনিং সেন্টারের কর্ণধার আব্দুল হান্নান,
নতুন বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সর্বজনীন ট্রাস্টের পরিচালক ও লেখক ফোরামের সাধারণ সম্পাদক মোঃ আবু কাওছারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) খালিদ বিন মনসুর, থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ শাহীনুর ইসলাম, কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন, সিনিয়র শিক্ষক (অব:) আবু কামাল খন্দকার, মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য, হোপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এ কে এম আসাদুজ্জামান কল্লোল, সাংবাদিক জালাল উদ্দিন মনির, শ্যামাপ্রসাদ চক্রবর্তী, শাহানুর খান আলমগীর, সঞ্জয় সাহা, শাহিন রেজা টিটু, বই মজুর স্বপন মিয়া, সাবেক কাউন্সিলর আল মামুন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি সাইফুল ইসলাম, সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা শিলা, মানিক বিশ্বাস, মহসিন খান সহ আরো অনেকে। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক জামাল হোসেন পান্না। এসময় একটি এতিম মেয়েকে সার্বজনীন গ্রুপের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেন কর্মকর্তারা। পরে "অলরাউন্ডার" বইয়ের লেখক মোহাম্মদ হোসেন শান্তির ৫০ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলেল শুভেচ্ছা জানিয়ে অতিথিবৃন্দ কেক কাটা আয়োজনে অংশ নেন। এছাড়াও বাউল গানের আয়োজনে সংগীত পরিবেশন করেন লেখক মোঃ হোসেন শান্তি ও অজয় মুখার্জি। সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাহিত্যিক, সাংবাদিক এবং গুণীজনেরা উপস্থিত ছিলেন। বক্তারা এম এইচ শান্তি’র বহুমুখী প্রতিভা এবং সমাজ উন্নয়নে তার অবদানের ভূয়সী প্রশংসা করেন। তারা আশা প্রকাশ করেন যে, ‘অলরাউন্ডার’ বইটি পাঠকের মনে ইতিবাচক প্রভাব ফেলবে এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে সহায়ক হবে।
এম এইচ শান্তি তার বক্তব্যে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “মানুষের জীবনে শব্দের প্রভাব অপরিসীম। সঠিক শব্দ চয়ন এবং ইতিবাচক মনোভাবের মাধ্যমেই আমরা নিজেদের এবং সমাজের উন্নতি ঘটাতে পারি।” তিনি আরও বলেন, “এই বইটি লেখার মূল উদ্দেশ্য ছিল মানুষের মনে নতুন করে আশার সঞ্চার করা এবং তাদের ভেতরের সুপ্ত শক্তিকে জাগ্রত করা।”
‘অলরাউন্ডার’ বইটি এখন বিভিন্ন লাইব্রেরি ও অনলাইন প্লাটফর্মে পাওয়া যাচ্ছে। এম এইচ শান্তি’র এই নতুন সংযোজন নবীনগরে সাহিত্য জগতে এক নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।
