নবীনগরে বিএনপির বিশাল জনসভা: তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের অঙ্গীকার

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে, ৫ জুলাই ২০২৫: নবীনগর পূর্ব ইউনিয়ন বিএনপি আয়োজিত এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও নবীনগর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান। সভাটির সভাপতিত্ব করেন নবীনগর উপজেলা বিএনপি সহ-সভাপতি ও নবীনগর পূর্ব ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস কে হেলাল।
জনগণের বিপুল উপস্থিতিতে মুখরিত ছিল সভার স্থল। বক্তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে অঙ্গীকার ব্যক্ত করেন। অ্যাডভোকেট এম এ মান্নান তার বক্তব্যে বলেন, "তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি দেশের মানুষের মুক্তির সনদ। এই কর্মসূচির মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে এবং জনগণের অধিকার প্রতিষ্ঠিত হবে।"
সভায় নবীনগর উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার এবং আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
কর্মী সভাটি নবীনগরের মোহল্লা এলাকায় অনুষ্ঠিত হয়। সভায় আগত নেতাকর্মীরা তারেক রহমানের প্রতি তাদের অকুণ্ঠ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আগামী দিনের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন।