গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত রোগী পাওয়া যায়নি। বুধবার রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে।  

আইইডিসিআরের পরিচালক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ব্রিফিং করেন।  

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাস আক্রান্ত কেউ শনাক্ত হয়নি।তবে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স (৬৫), পুরুষ। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন।গ্রামের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে তাকে ঢাকা আনা হয়েছিলো। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।

এদিকে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার সমস্ত দোকান (ঔষধের দোকান ও নিত্যপ্রয়োজনীয় বিশেষ কিছু দোকান ব্যতীত)আজ বন্ধ রয়েছে।

গতকাল নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুম এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ জনাব রনজিত রায় ব্যবসায়ী ভাইদের কে বিশেষভাবে অনুরোধ করেন রাষ্ট্রের এই সংকটময় মুহূর্তে সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সহযোগিতা করার জন্য এবং সাধারণ জনগণকে উদ্দেশ্য করে রনজিত রায় বলেন নবীনগরের মানুষ সবসময়ই সরকারের আইনকে সম্মান করে এবং প্রশাসনকে সহযোগিতা করে আসছে।আমি আশা করব এবারও তার ব্যতিক্রম ঘটবে না।

এছাড়াও নবীনগর থানা ও উপজেলা প্রশাসন থেকে সমস্ত উপজেলায় জনসচেতনতা জন্য একাধিক বার মাইকিং করা হয় এবং লিফলেট বিতরণ করা হয়।

কিন্তু আজ সকালে লক্ষ করা যায় নবীনগর বাজারে কিছু অসচেতন ও অসাধু ব্যবসায়ীরা দোকান খুলে বসেন।এতে করে জনসমাগম ধীরে ধীরে বাড়তে থাকে।খবর পেয়ে নবীনগর থানার অফিসার ইনচার্জ জনাব রনজিত রায় তার সঙ্গীয় ফোর্স নিয়ে সমস্ত নবীনগর বাজারের অলিতে-গলিতে টহল দিতে থাকেন এবং দোকানগুলো বন্ধ করে দেন।এতে করে সাধারণ জনগণের মনে স্বস্তি ফিরে আসে ।

যেখানে সারা পৃথিবী এই ভাইরাস কে নিয়ে চিন্তিত,উদ্বিগ্ন।বিশ্বের উন্নত দেশগুলো তাদের জনগণের সুরক্ষা করার জন্য হিমশিম খাচ্ছে। সেখানে আমরা বাঙালিরা অনেকটাই উদাসীন।

সকলের কাছে অনুরোধ রইলো আমরা যেন আমাদের নিজেদের চিন্তা করে এই দেশের চিন্তা করে ভবিষ্যতের চিন্তা করে সচেতন হই। 

আমাদের এই প্রিয় মাতৃভূমিকে,আমাদের নিজেদের,এবং পৃথিবীর সমস্ত মানবজাতির জন্য মহান রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি।

আল্লাহ রাব্বুল আলামীন যেন আমাদেরকে এবং সারা পৃথিবীর মানুষকে এই ভাইরাস থেকে মুক্ত করেন।(আমিন)