বৃদ্ধ কে কুপিয়ে জখম
- March 29,2020
- 875 views

গতকাল ২৮/৩/২০২০ইং রোজ শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার দরি শ্রীরামপুর গ্রামের মো আলীনেয়াজ (৯৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
যেখানে সারা পৃথিবীর নেয় বাংলাদেশের মধ্যে বিরাজ করছে প্রত্যেকটি মানুষের মধ্যে করুনা আতঙ্ক ঠিক তখনই এই ঘটনা বিবেকবান মানুষকে ভাবিয়ে তুলেছে।এ বিষয়ে গ্রামের লোকজনের সাথে কথা বলে জানা জায়,জমি সংক্রান্ত বিরোধের জের ধরে নবীনগর থানায় পৃথক দুটি মামলা হয়।ধারনা করা হচ্ছে মামলাকে কেন্দ্র করেই এই ঘটনা ঘটিয়েছে আসামিরা।
এদিকে বৃদ্ধর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকা রেফার করা হয়েছে।বৃদ্ধর অবস্থা আশঙ্কাজনক।
