অবশেষে করোনা মুক্ত ট্রুডোর স্ত্রী।
- March 30,2020
- 1007 views
নভেল করোনা ভাই’রাস থেকে সেরে উঠেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর স্ত্রী সোফি জর্জি ট্রুডো। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য জানিয়েছেন সোফি নিজেই। ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘আগের থেকে অনেক ভালো আছি। ব্যক্তিগত ফিজিশিয়ান ও অটোয়ার চিকিৎসকেরা বলেছেন, আমি ঝুঁ’কিমুক্ত।’
‘‘যারা এই সময়ে আমার জন্য শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আমার হৃদয়ের অন্তস্থল থেকে ধন্যবাদ রইল।’’ লন্ডন থেকে ফেরার পর গত ১২ মার্চ সোফি জর্জির করোনা পজিটিভ হয়। তখন থেকে প্রধানমন্ত্রী এবং তার পুরো পরিবার স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে চলে যান। যদিও ট্রুডো এবং তার তিন সন্তানের করোনা সংক্রা’ন্ত কোনো লক্ষণ দেখা দেয়নি।
জাস্টিন ট্রুডো প্রতিদিন তার বাসভবনের সামনে থেকে সংবাদ সম্মেলন করছেন।কানাডায় এখন পর্যন্ত ৫ হাজার ৬১৬ জন মানুষ নতুন এই ভাই’রাসে আক্রা’ন্ত হয়েছেন। মা’রা গেছেন ৬১ জন। আর সেরে উঠেছেন ৪৪৫ জন।