ব্রাহ্মণবাড়িয়ায় জ্বর-সর্দি নিয়েই ১ ঘন্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু!

আজ সকালে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলাড় পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে এক ঘণ্টার ব্যবধানে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- ওই গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুস সাত্তার (৯২) ও তার ছেলে ফজল হক (৪৫)।

জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে তাদের মৃত্যু হলেও করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বলে গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরবর্তীতে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম পাঠানো হয় ওই বাড়িতে।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, বৃদ্ধ সাত্তার দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সোমবার সকাল ৭টার দিকে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেন তিনি। বাবার মৃত্যুর খবরে ছেলে ফজল হক হৃদরোগে আক্রান্ত হন। বাবার মৃত্যুর এক ঘণ্টা পর সকাল ৮টার দিকে ছেলেও মারা যান।

সরাইল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নোমান মিয়া বলেন, খবর পেয়ে ওই গ্রামে মেডিকেল টিম পাঠানো হয়। ওই পরিবারে কারও জ্বর ও সর্দি-কাশি ছিল না। দুজনের মৃত্যুই স্বাভাবিকভাবে হয়েছে।

দয়া করে কেউ গুজবে কান না দিয়েআগে নিজে সচেতন হোন  এবং বিশেষ কোন জরুরী কাজ ব্যতীত বাসা থেকে বের হবেন না।