নবীনগর পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের যানবাহন প্রবেশ নিষেধ
- May 4,2020
- 890 views
ডেস্ক রিপোর্ট:নবীনগর পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য সকল ধরনের যানবাহন প্রবেশ নিষেধ। নবীনগরে ১১ জন করোনায় আক্রান্ত হওয়ার খবরে প্রশাসনের পক্ষ হতে পৌর শহরে সকল প্রকার যানবাহন প্রবেশে নিষেধাজ্ঞা করা হয়েছে। নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর আদেশক্রমে ওই নিষেধাজ্ঞায় বলা হয়েছে, উপজেলার বিভিন্ন এলাকা থেকে রুগী, খাদ্যদ্রব্যের বাহন ছাড়া সিএনজি,অটো রিকশা,মোটরসাইকেল, নৌকা সহ যেকোন যানবাহন পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নবীনগর শহরে প্রবেশ করা থেকে বিরত থাকবেন। উল্লেখ্য , উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর গ্রামে একই পরিবারের ১০ জন সহ পৌর শহরের ১ জন নিয়ে মোট ১১ জন করোনায় আক্রান্ত হওয়ায় এ নির্দেশ দেয়া হয়।