নবীনগর পৌরসভার আলমনগরে জমজমাট প্রীতি ফুটবল ফাইনাল: উচ্ছ্বাসে মেতে উঠল গ্রাম
- September 5,2025
- 83 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের আলমনগর এফসি পরিবারের তিন বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হলো এক মনমুগ্ধকর প্রীতি ফুটবল ফাইনাল ম্যাচ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৩টায় আলমনগর মাইনউদ্দিন আহমেদ পৌর উচ্চ বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে এই ম্যাচ অনুষ্ঠিত হয়।
প্রতিদ্বন্দ্বিতা করে আলমনগর এফসি বনাম জুনিয়র ইয়াং বয়েজ ক্লাব, যা উপভোগ করতে মাঠজুড়ে জড়ো হন শত শত ক্রীড়ামোদী দর্শক। সবার চোখে-মুখে ছিল উত্তেজনা ও কৌতূহল—কে জিতবে এবারের ম্যাচ!
জমকালো আয়োজনের ফাইনাল ম্যাচে সভাপতিত্ব করেন তরুণ সমাজসেবক ওমর ফারুক।
প্রধান অতিথি ছিলেন নবীনগর প্রেসক্লাব সভাপতি ও আলমনগরের কৃতি সন্তান মোহাম্মদ হোসেন শান্তি। খেলার উদ্বোধন করেন 'মাদক মুক্ত নবীনগর চাই' সংগঠনের সভাপতি আবু কাউছার।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন—বিশিষ্ট সমাজ সেবক নুরে আলম, কামাল উদ্দিন, শিক্ষক তিলক আহমেদ, লেখক পুলক আহমেদ, জাপান প্রবাসী খাইরুল ইসলাম, প্রবীণ মুরব্বি রহিছ মিয়া, সাংবাদিক মাহাবুবুর রহমানসহ স্থানীয় গুণীজনেরা।
খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দুই দলের মধ্যে চলে দুর্দান্ত লড়াই। খেলোয়াড়দের চোখধাঁধানো পারফরম্যান্সে মুগ্ধ হয় দর্শকরা। পুরো মাঠজুড়ে ছিল করতালি, চিৎকার আর উল্লাস। খেলাটি কেবল একটি ম্যাচ ছিল না—এটি ছিল সম্প্রীতি, উৎসব এবং একত্রিত হবার উপলক্ষ।
খেলা শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা। এ সময় আয়োজকদের পক্ষ থেকে অতিথিদেরকেও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আয়োজকরা জানান, এই আয়োজন শুধু একটি খেলা নয়—এটি একটি সামাজিক আন্দোলন। এর মাধ্যমে তারা তরুণ সমাজকে খেলাধুলার মাধ্যমে মাদক ও কুসংস্কার থেকে দূরে রাখতে চান। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
