নদী ভাঙন রোধে নবীনগরে পানি উন্নয়ন বোর্ডের ২য় পর্যায়ের কার্যক্রম শুরু।
- September 15,2025
- 123 views

মলয়া ডেস্ক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পশ্চিম ইউনিয়নের দড়ি লাপাং গ্রামে তীব্র নদী ভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
পাউবো ব্রাহ্মণবাড়িয়া কার্যালয় সূত্রে জানা যায়, নদী ভাঙনের ভয়াবহতা কমাতে ইতোপূর্বে চরলাপাং ও দড়ি লাপাং গ্রামের নদী ভাঙ্গন কবলিত এলাকায় ১০ হাজার জিও ব্যাগ ফেলা হয়েছে। আজ ১৫/০৯/২০২৫ তারিখে ২য় পর্যায়ে দড়ি লাপাং ও চিত্রি এলাকায় আরো ৭ হাজার জিও ব্যাগ ফেলার কাজ শুরু হয়েছে। দ্রুত সময়ে এই কার্যক্রম সম্পন্ন হলে স্থানীয়দের ভাঙন আতঙ্ক অনেকটা কমে আসবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ উপদেষ্টা সালেহ আহমেদ নবীনগর সফর করার পর থেকেই নদী ভাঙ্গন রোধ করার কাজ শুরু হয়েছে। সম্প্রতি সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে কার্যক্রম জোরদার করার নির্দেশনা প্রদান করেন।
এ সময়ে পানি উন্নয়ন বোর্ড ব্রাহ্মণবাড়িয়ার কর্মকর্তাবৃন্দ, নবীনগর পশ্চিম ইউনিয়নের চেয়ারম্যান নুর আজ্জম ও অর্থ উপদেষ্টার প্রতিনিধি হোপ সস্থার নির্বাহী পরিচালক এ,কে, এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে নদী ভাঙনে বসতভিটা ও আবাদি জমি ঝুঁকির মধ্যে পড়ে। এ অবস্থায় পাউবো’র এই উদ্যোগে তারা স্বস্তি পেয়েছেন।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভাঙন রোধে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া হলেও স্থায়ী সমাধানের জন্যও পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।
