নবীনগর আদালত পুকুর পাড় বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার

মলয়া ডেস্ক 
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার আদালতের পুকুর পাড় এলাকায় বউসাজ বিউটি পার্লার থেকে বিপুল পরিমাণ জাল নোট এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। 

পুলিশ সূত্র জানায় রবিবার ২১ সেপ্টেম্বর বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে বউসাজ বিউটি পার্লার থেকে প্রায় ১০ লাখ ১৮ হাজার টাকার জাল নোটের১টি বান্ডিল, ৩টি বুলেটসহ একটি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়।অভিযানের সময় পার্লারের ভেতর থেকে কয়েকজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে জালিয়াতি ও অস্ত্র নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা নেওয়া হবে।

অভিযান পরিচালনা করেন নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর  ইসলাম। তিনি জানান, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে বিউটি পার্লারটিকে ঢাল হিসেবে ব্যবহার করে জাল নোট ছাপানোর ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করছিল। চক্রটি আসন্ন বিভিন্ন ধর্মীয় ও সামাজিক উৎসবকে কেন্দ্র করে এই জাল নোট বাজারজাত করার প্রস্তুতি নিচ্ছিল। অবৈধ কর্মকাণ্ডে জড়িত কোনো চক্রকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে আমাদের অভিযান অব্যাহত থাকবে।পুলিশের পক্ষ থেকে এলাকাবাসীকে সতর্ক থাকার এবং সন্দেহজনক কিছু দেখলে তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে।